বেড়ায় ইয়াবা সহ যুবক আটক
পাবনার বেড়ায় ইয়াবাসহ যুবক আটক
:১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব পাল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টা ৪৬ মিনিটি বেড়া হল মোড় হতে তাকে আটক করা হয়েছে।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
আটক বিপ্লব পাল বেড়ার উপজেলার বনগ্রামের ২ নম্বর ওয়ার্ডের বিনয় পালের ছেলে। সে গোপনে দীর্ঘ দিন মাদকের রমরমা ব্যবসা করছিল। তার সহযোগিতারা দৃত আটকের চেষ্টা করা হচ্ছে।
ওসি অলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া সিনেমা হলের পাশে রনির দোকানের সামনে থেকে তাকে ইয়াবা সহ আটক করা হয়।
এ সময় তার নিকট বিপ্লব পাল এর নিকট হতে ১৬ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক কৃত যুবকের নামে বেড়া মডেল থানায় মামলা মাদক আইনে দায়ের করা হয়েছে। জেল হাজতে প্রেরক করা হয়েছে। ছবি সহ
উজ্জ্বল হোসাইন।