পাবনায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রবি ওরফে কাটুন আটক।
প্রতিনিধি বেড়া, পাবনা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদসহ ১৬৪ জনের বিরুদ্ধে পাবনার বেড়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের সেলিম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
থানা সুত্রে জানা যায় , গত শনিবার মামলাটি রেকর্ড হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ এপ্রিল বিকেল পাঁচটার দিকে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়ায় আবু সাইয়িদের নিজ বাড়িতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আবু সাইয়িদের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে আসামিরাসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ আসামি উপস্থিত ছিলেন। ওই সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন এলাকার সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কমীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার ও ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেন। সেখানে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য দেশবিরোধী স্লোগান দিতে থাকেন। মামলার সাক্ষী ও এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে আসামিদের নাম–ঠিকানা জোগাড় করে এজাহার দায়ের করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আশরাফুল ইসলাম রবি এই মামলার আসামী তাকে রাতে নিজ এলাকা থেকে আটক করেন। জানা গেছে সেই এলাকার একজন বিখ্যাত মাদক সেবন ও সরবরাহকারী এলাকা আওমীলীগের আমলে সন্ত্রাসীর রাজত্ব কায়েক করেছিল। নিজ গ্রামের বি এন পির ও জামাতের উপর ক্ষমতার দাপট সহ তাদের উপর জুলুম অত্যাচার করতো। বৃশালিখা কোলঘাট সহ বিভিন্ন স্থানে চাদাবাজি সহ নানা অপরাধ করে বেড়াতো। ইতিপর্বে তার এই অপকর্মের কারনে প্রথম স্ত্রী তালাক দিয়ে চলে গেছে। স্থান্থীয় লোকজন আরে জানাস বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সেই এলাকায় রবি ডন নামে পরিচিতি সাইদের বিশ্বস্ত ও তার নিকটের লোক হওয়াতে সেই এলাকায় দাপটের সাথে চলাফেরা করতো নদ নদী পুকুর জলাশয় হাট ঘাট নদী নালা দখন টেন্ডারবাজি করতো আগষ্ট বেড়া বাজার সহ নিজ এলাকায় লুটপাট করেছে। সুমি ইলেক্ট্রিক্যাল , কামালের সু কর্নার কয়েকটি স্বর্নের দোকানে লুটপাট করেছে। তার আটক হওয়ার সংবাদ জানাজানি হলে এলাকায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে তার কঠোর শাস্তির দাবা জানা ব্যবসায়ী রা সহ এলাকাবাসি।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘মামলা হিসেবে রেকর্ডভুক্ত থাকায় তাকে আটক করে জেল হাজতে প্রেরক করা হয়েছে।