খুলনা-দিঘলিয়া উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক সেনা সদস্য রক্তাক্ত জখম।
মোঃ জাহিদ হোসেন, আমার সোনার বাংলার স্টাফ রিপোর্টার।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মৃত নেছার উদ্দিনের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন (৫২) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আইয়ুব হোসেনের রাম দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ( ১৯ এপ্রিল-২০২৫ ইং) দুপুর সাড়ে ১২ টায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে তারই আপন ছোট ভাই আইয়ুব হোসেন রামদা দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে এলাকাবাসী ও আহতের স্বজনরা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে ভিকটিমের পক্ষ থেকে দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।