বাঘাইছড়ি তে অবৈধ চোরাচালান প্রতিরোধে
মারিশ্যা জোনের উদ্যোগে মতবিনিময় সভা
আবদুল্লাহ আল নোমান
রাঙ্গামাটি জেলা
প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা জোন কমান্ডারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ) সকাল সাড়ে ১১টার দিকে মারিশ্যা জোন সদরে অবৈধ চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্ত্বে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি তে এলাকার সার্বিক পরিস্থিতি ও অবৈধ চোরাচালান হতে নিজেদেরকে বিরত রাখার জন্য প্রেষণা প্রদান করেন,
এ সময় উপস্থিত ছিলেন অত্র জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক, মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান এবং সহকারী পরিচালক মোঃ আজিমুল হক।