কোটি সুন্নি জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সুন্নি মহাসমাবেশ।
আজ ২৬ এপ্রিল রোজ শনিবার সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসে। সকাল হবার পূর্বেই ঢাকা শহরের রাজপথ দখলে নেয় সুন্নি জনতা। ফিলিস্তিন, গাঁজা বাশীর,সহ ভারতে মুসলিম হত্যার বিক্ষোভ ম্যার্চ ফর গ্যারারিং ফিলিস্তিন এতে বাংলাদেশের সজল জেলা থেকে সকল সুন্নি সংঘটনের আশেক উপস্থিত হয়ে। একি সুরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। স্লোগান দেন। এ সমাবেশ প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে, অনুমতি দেওয়ার কথা হলে ও প্রশাসন পরবর্তী গোলাপবাগে দেন রাতে আবার অনুমতি চেন্জ করে। প্রেস ক্লাবে দেন। এ মহা সমাবেশে সকল দরবারের পীর মাসায়েক,সুন্নী আলেম, বক্তাগন উপস্থিত ছিলেন এনায়েতুল্লাহ আব্বাসী, আবু সুফিয়ান আল কাদেরী, আবুল কাশেম নুরী, অসিউর রহমান মাঃ হাসান আজাহারী,রহিম আজাহারী,সহ জননাল আবেদীন সহ অনেক আলেম গন।সমাবেশে ঘিরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায়নি। ঢাকার কোন স্হানে।