চুয়াডাঙ্গার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গার মানুষ জান মালের ঝুঁকি নিয়ে চলাচল করছে। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার মানুষের মেলবন্ধন সেতু অকার্যকর।
আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পাশ দিয়ে জিকে কেনালের উপর দিয়ে যে ব্রীজটি আছে সেটি ভেঙ্গে গিয়েছে। ঐ ব্রীজটি মানুষের চলাচলের জন্য্য এখন মরণ ফাঁদ। জিকে কেনা লের ব্রীজের উপর দিয়ে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার জনগণ সহ বিভিন্ন পরিবহন চলাচল করে । ঐ ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কৃষক তার উৎপাদিত ফসল জীবনের ঝুঁকি নিয়ে ঘরে তুলছে। যেকোনো মুহূর্তে দূর্ঘটনা ঘটে যেতে পারে। প্রাণ হানী ঘটে যেতে পারে। ঐ ব্রীজটি চুয়াডাঙ্গা বাসির মরণ ফাঁদ হিসেবে দাড়িয়ে আছে। তাই এলাকা বাসির দাবি কতৃপক্ষের খুব তাড়াতাড়ি ব্রীজটি মেরামত করে দিবে।