আমার ন্যায্য পাওনাটুকু আমাকে বুঝিয়ে দিন,
———————-
বায়েজিদ জোয়ার্দার
আমি কুলি,আমি মজুর আমি শ্রমিক,
আমার ন্যায্য পাওনাটুকু আমাকে বুঝিয়ে দিন।
আমার মাথার ঘাম পায়ে ফেলে,
আপনার কলে খানাতে কাজ করি।
আমার কষ্টার্জিত অর্থে তোমাদের মুখে দুবেলা, দুমুঠো অন্ন জোটে,
গাড়ি বাড়ি টাকা-পয়সা,দালান কোঠা সবই আমাদে রক্তের ঋণে গড়া।
কিন্তু কেন?
তবুও আমার,পরনে কাপড় জোঁটেনা,
দুবেলা দুমুঠো ভাত জোটেনা,
নুন আনতে পান্তা ফুরিয়ে যায়,
পান্তার সাথে দুইটা কাঁচা লঙ্কাও জোটেনা।
আমি আমার ন্যায্য পাওয়াটুকু চাই,
আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দিন।