চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গায় ৩৫ হাজার ৫০০ মেঃ টন উৎপাদন লক্ষমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহ শুরু হয়েছে।
অদ্য ১৬ ম ২৫ ইং সকাল ৯ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শহরের মহিলা কলেজ পাড়ার একটি আম বাগানে উপস্থিত হয়ে আম পাড়ার উদ্বোধন করেন। আম বাগান চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে এ মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০০ হেঃ জমিতে আম বাগান রয়েছে। জেলার ১২ হাজার আম চাষি এ মৌসুমে ৩৪ হাজার ৫০০ মেঃ টান আম উৎপাদ করবে আশা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সভায় জানান ১৫ মে ( ১জৈষ্ঠ থেকে আটি গুটি ও বোম্বাই জাতের ২২ মে (৮জৈষ্ঠ) থেকে হিমসাগর ২৮ মে (১৪ জৈষ্ঠ) থেকে ল্যাংড়া ৫ জুন (২২ জৈষ্ট) থেকে আম্রপালি( বারি আম ৩) ১৫ জুন ২ আষাড় থেকে ফজলী জাতের আম ২৮ জুন (১৩ আষাঢ়) থেকে আশ্বিনা বারি ৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।
তিনি বলেন নির্ধারিত সময়ের আগে গাছ থেকে অপরিপক্ক আম সংগ্রহ বা বিক্রয় করা যাবে না। আম পাকাতে কোন রাসায়নিক ব্যাবহার করা যাবে না। আম পাকাতে রাসায়নিক ব্যাবহার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ-র আওতায় আইনি ব্যাবস্তা নেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ কামরুজ্জামান . জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ. সদর উপজেলার কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ. কৃষি বিপণন কার্যালয়ের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম এবং আম ব্যাবসায়ীর সমিতির আব্দুল কুদ্দুস মহল্লাদার সহ অনেকে।