নড়াইলের গর্ব আমিনুল ইসলাম মানিক যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
গাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার সোনার বাংলা
যুক্তরাজ্য যুবদলের আংশিক ঘোষিত কমিটিকে পূর্ণাঙ্গ করে সম্প্রতি নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এতে নড়াইল জেলার কৃতি সন্তান, রাজপথের সাহসী সৈনিক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল নেতা আমিনুল ইসলাম মানিককে যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা মানিক দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত। তিনি মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে অসংখ্য আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাব তাকে ছাত্র রাজনীতি থেকে মূল ধারার রাজনীতিতে নিয়ে এসেছে।
আমিনুল ইসলাম মানিক বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অভিভক্ত বাংলার প্রথম বাংলাদেশি স্পিকার আব্দুল হাকিম সাহেবের পরিবারের গর্বিত উত্তরসূরি। রাজনৈতিক রক্তসূত্র ও দৃঢ় জাতীয়তাবাদী চেতনায় দীক্ষিত হয়ে তিনি আজ যুক্তরাজ্যেও বিএনপির ভাবধারা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এই গুরুত্বপূর্ণ পদে মানিককে নির্বাচিত করায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন দায়িত্ব পাওয়ার পর আমিনুল ইসলাম মানিক বলেন, “আমার উপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে সমুন্নত রাখতে আমি যুক্তরাজ্যে যুবদলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।