।।মিথ্যা মামলা অর্থের বিনিময়।।।
মেহেদী হাসান শুভ্র বিশেষ প্রতিনিধি বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ।
মোহাম্মদ অহিদুল আলম খান লিমন মোসলেম উদ্দিন সহ বেদ্দূর বাজার সোনার গাঁ নৌ পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জে। প্রহসনের মামলা দায়ের করেন। মামলাটির হচ্ছে ( শুকানি) এই মামলার সাথে কোন প্রকার জড়িত নয় আসামি অহিদুল আলম খান লিমন ও মোসলেম উদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজের একজন সম্মানী ব্যক্তি। তার ব্যবসার ধরন হিমালয় ট্রেডার্স।
উল্লাপাড়া থানার আমান ফিট ও সিমেন্ট মিল এর ডিজিএম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের যোগ সাজেশে বেদ্দূর বাজার সোনার গাঁও নারায়ণগঞ্জ মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তিন নম্বর ও ৪ নাম্বার আসামি করা হয়। বেদ্দূর বাজার সোনার গাঁও নৌ পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ। যেহেতু আসামিগণ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার স্থানীয় বাসিন্দা । সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় প্রোয়োজনীয় তদন্ত করার জন্য বিশেষ অনুরোধ করেন বেদ্দূর বাজার সোনার গাঁও নৌ পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ।কিন্তু উল্লাপাড়া থানার তদন্ত অফিসার ইনচার্জ তদন্ত না করে অর্থের বিনিময় সরাসরি আসামিগণকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। অহিদুল আলম লিমন আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরাসরি হাই কোর্টের দ্বারস্থ হন। মহামান্য হাইকোর্ট মামলার বিবরণ পড়ে জামিন মনজুর করে। এই মিথ্যা মামলার সঠিক তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভাগীয় প্রধানের নিকট মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া জন্য পূর্ণ তদন্তের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।