সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন জুলাই ১0/২০২৫
জেলা প্রতিনিধি মেহেদী হাসান শুভ্র
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার
মৃত্যুকালে স্ত্রী. ও একপুত্র এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন।।
এ সময় উপস্থিত হয়ে পুষ্প অর্পণ করে উপজেলা নির্বাহী অফিসার ও পুষ্প অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মেহেদী হাসান শুভ।,বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা গন সাংবাদিক ,সুধীজন , আঃরাজ্জাক তালুকদার, খালিদ আল মামুন প্রিন্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মেহেদী হাসান শুভ্র শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার (১০) জুলাই ১২ .৩০ ঘটিকায় দি প্রহর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার রাত ৯. ৩০ ঘটিকায় বেলকুচি উপজেলায় বেড়াখারুয়া ঈদগাহ মাঠে জানায়া নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বেড়াখারুয়া কেন্দ্রীয় কবরস্থানের দাফন সম্পন্ন করা হয়