📰 আজকের বিশেষ প্রতিবেদন
মাহিরা সোনার জন্মদিন আজ 💖
নিজস্ব প্রতিবেদক:
আজ পরিবারে এক বিশেষ আনন্দের দিন—মাহিরার জন্মদিন। জন্মের দিনটি ছিল পরিবারে ছোট্ট এক উৎসবের মতো। শ্বশুরবাড়ি, বাবার বাড়ির সবাই তো ছিলেনই, সাথে যশোর থেকে নানী ও খালারাও এসে যোগ দিয়েছিলেন আনন্দে।
প্রাইভেট ক্লিনিকে জন্মের পরপরই অপারেশন থিয়েটারের সামনে ভিড় জমে যায় আত্মীয়-স্বজনের। কে আগে নবজাতককে কোলে নেবে তা নিয়ে মাহিরার মামা-খালার মধ্যে রীতিমতো মজার ঝগড়া পর্যন্ত দেখা যায়।
প্রথমবার সন্তানকে বুকে জড়িয়ে ধরার অনুভূতি বর্ণনা করতে গিয়ে মাহিরার মা বলেন,
"গোলাপি রঙের ছোট্ট বাচ্চাটিকে কোলে নেওয়ার পর আমি ভুলেই গিয়েছিলাম সব টেনশন। সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
এরপর থেকে মাহিরার প্রতিটি ‘প্রথম’—প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা, প্রথম “মা” বলা—ছিলো পরিবারের সবার জন্য একেকটি নতুন উৎসব।
প্রথম সন্তানকে জীবন্ত খেলনার সঙ্গে তুলনা করে মাহিরার মা আবেগঘন কণ্ঠে বলেন,
"মেয়েটা খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, যেন সে একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। মহান রব দুনিয়ার জীবনে তার জন্য যা কিছু কল্যাণকর, সবকিছু দান করুন। আমিন।"