💊 ঔষধ কোম্পানিতে ১৬ ঘণ্টা ডিউটি! শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ
প্রতিনিধিদের ক্ষোভ: ‘পরিবারে সময় দিই না, বিশ্রাম নেই, ওভারটাইমও না’
নিজস্ব প্রতিবেদক,গাজী মনজুরুল ইসলাম, দৈনিক আমার সোনার বাংলা।
দেশের বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা (MR) অভিযোগ করেছেন, তাদের প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা কাজ করতে হয়। এতে তারা মানসিক ও শারীরিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়ছেন।
একাধিক প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, সকালে অফিস মিটিংয়ের পরই ডাক্তার ভিজিট শুরু হয়, তারপর সারাদিন প্রেসক্রিপশন সংগ্রহ ও রিপোর্ট তৈরি করতে করতে রাত গড়িয়ে যায়। কিন্তু এই অতিরিক্ত পরিশ্রমের কোনো ওভারটাইম বা বিশ্রামের সুযোগ নেই।
একজন প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন,
> “প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করি। বিশ্রাম নেই, পরিবারকে সময় দিতে পারি না। অথচ আমাদের কষ্টের মূল্য কোম্পানি দেয় না।”
🔹 শ্রম আইন কী বলে:
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী—
দৈনিক সর্বোচ্চ কাজের সময়: ৮ ঘণ্টা
অতিরিক্ত কাজ (ওভারটাইম): সর্বোচ্চ ২ ঘণ্টা
বিশ্রামের সময়: অন্তত আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা
অর্থাৎ মোট ১০ ঘণ্টার বেশি কাজ করানো আইন লঙ্ঘন।
শ্রম অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
> “এই ধরনের অভিযোগ আমরা প্রায়ই পাই। শ্রমিকরা লিখিতভাবে অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
⚠️ বিশেষজ্ঞদের মত:
শ্রম ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত ডিউটি কর্মীদের মানসিক চাপ, শারীরিক অসুস্থতা ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বলেন, “প্রতিনিধিদের জন্য ন্যায্য কর্মঘণ্টা, বিশ্রাম ও পারিশ্রমিকের নিশ্চয়তা দিতে হবে—না হলে এটি শ্রমিক নির্যাতনের শামিল।”
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তাদের দীর্ঘ সময় কাজ করানো মানবিক ও আইনগত দুই দিক থেকেই অগ্রহণযোগ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।