কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে চুরি স্বর্ণালংকার নগদ অর্থ সহ ২৮ লাখ টাকার মালামাল লুট।
সিরাজগন্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামে ঘরে ঢুকে বীর মুক্তিযোদ্ধার (বীর নিবাস) বর্তমানে মেয়ে বসবাসে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ ও জমির দলিলপত্রসহ মোট প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গিয়েছে।
ওই ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে মোছা :সুমি আক্তার সীমা বুধবার (১৯ নভেম্বর) কাজিপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ নভেম্বর দুপুর ১২ টার দিকে তিনি তার বসতঘর (বীর নিবাসে) তালা দিয়ে বাবার আরেক বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরদিন ১৯ নভেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখতে পান শয়নকক্ষসহ সব কক্ষ তছনছ করে ফেলেছে।স্টিলের বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং তাতে সংরক্ষিত জমির গুরুত্বপূর্ণ দলিল পত্র চুরি হয়েছে,পাশাপাশি অন্য কক্ষের ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা।থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর কাজিপুর থানা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ। থানার একজন কর্মকর্তা ভাষ্য চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি। প্রয়োজনীয় আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে। এধরনের বড় চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।স্হানীয়রা মনে করছেন,চক্র বদ্ধ একটি দল পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে।
ভুক্তভোগীর প্রত্যাশা,মোছা:সুমি আক্তার সীমা দ্রুত চোরদের গ্রেফতার ও তার চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। তিনি বলেন,"আমার জীবনের সব জমানো সম্পদ লুট হয়ে গিয়েছে"আমি ন্যায় বিচার চাই