জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ দৌলতপুর কুষ্টিয়া
মোঃ মিজান স্টাফ রিপোর্টার দৌলতপুর কুষ্টিয়া
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ কুমার দাস সহকারি কমিশনার ভূমি অফিসার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুস শাকিব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ।
আরো উপস্থিত ছিলেন
এল ই ও জনাব ডাক্তার অংকন কুমার কুন্ড। সঞ্চালনায় ছিলেন মোঃ আতিউর রহমান ড্রেসার।
সার্বিক সহযোগিতায় ছিলেন এল এফ এ মোহাম্মদ নাসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন এলএসপি -এ আই টেকনিশিয়ান -ভ্যাকসিনেটর ও প্রান্তিক খামারি গণ
এই প্রদর্শনী মেলায় বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে এসেছিলেন । যেমন ভালো জাতের
দুগ্ধ গাভী সাইওয়াল জাতের ষাঁড় বকনা বিভিন্ন জাতের পাখি -হাঁস মুরগি -ঘোড়া -মহিষ- ব্ল্যাক বেঙ্গল ছাগল -খরগোশ -ভার্মিক কম্পোস্ট ইত্যাদি। আরো
বিভিন্ন ধরনের প্রযুক্তি
অনুবিক্ষন যন্ত্র -মিল্ক ফিপারেটর মেশিন -এ আই ক্যান ইত্যাদি।