ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে নড়াইলের বড়দিয়ায় সিপিবির বিক্ষোভ মিছিল
গাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ,দৈনিক আমার সোনার বাংলাভে
নেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে নড়াইল জেলার বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বড়দিয়া শাখার উদ্যোগে বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বড়দিয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সিপিবির স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা লাল ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সাম্রাজ্যবাদবিরোধী নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি ও পরোক্ষ হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অভিযোগ করেন, প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই সাম্রাজ্যবাদী শক্তি ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র ও আগ্রাসন চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সাম্রাজ্যবাদ যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, ভেনেজুয়েলাও তার ব্যতিক্রম নয়। এ ধরনের আগ্রাসন শুধু একটি দেশের স্বাধীনতাই ক্ষুণ্ন করে না, বরং বিশ্ব শান্তির জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। ভেনেজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বড়দিয়া শাখার নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম অতীতেও যেমন প্রয়োজন ছিল, বর্তমান বিশ্ব পরিস্থিতিতেও তা আরও জরুরি হয়ে উঠেছে। তারা ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মার্কিন আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবি জানান।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ একাত্মতা প্রকাশ করেন।