চোরখালি উত্তর ১নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত মেম্বার খান ওবায়দুর রহমান ওহিদের ইন্তেকাল
গাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার সোনার বাংলা।
চোরখালি উত্তর ১নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য খান ওবায়দুর রহমান ওহিদ আজ সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খান ওবায়দুর রহমান ওহিদ দীর্ঘদিন ধরে এলাকায় একজন সৎ, ভদ্র, বিনয়ী ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। বড়দিয়া–চোরখালি অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।