যুবকদের নিজ অর্থায়নে কবরস্থানের মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ।
সিরাজগঞ্জ
মেহেদী হাসান শুভ্র
প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌরসভার
১নং ওয়ার্ড বেড়াখারুয়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ ও মাটি ভরাট।
বন্যার সময় পানি উঠার কারণে কবরস্হ করতে সমস্যা হয় গ্রামে সাধারণ জনগণ চাপা খোপ হওয়ার কারণে তরুণ যুবক সমাজ নিজ অর্থ সংগ্রহ করে কবরস্থানের মাটি ভরাট কাজ শেষ করে বাউন্ডারি নির্মাণ শুরু করে এবং প্রায় শেষের পথে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ বছরের অধিক সময়ে ধরে ১নং ওয়ার্ড বেড়াখারুয়া গ্রামে এ কেন্দ্রীয় কবরস্থানে কোন উন্নয়ন এর ছোয় লাগেনি, এবং যুবকদের উদ্যোগে মাটি ভরাট ও মডেল বাউন্ডারি নির্মাণ করাতে , এলাকাবাসীর মধ্যে সন্তুষ্ট।
কবর স্হানটি যুবকদের ব্যক্তিগত নিজ অর্থায়নে নির্মাণের উদ্যোগ দেন।
কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবিক দিক বিবেচনা করে কবরস্থানে মাটিও বাউন্ডারি নির্মাণ কাজে হাত দেওয়া হয়েছে বলেন, যুবক অভিবাবক মোঃ খালিদ আল মামুন প্রিন্স।
তবে এই বিষয়ে গ্রামবাসিরা বলেন, আমাদের গ্রামের মানুষ মারা গেলে বিশেষ করে বন্যার সময় কবর দেওয়া সম্ভব হতো না অনেক সমস্যা হতো, এবং অন্য গ্রামের কবরস্থানের গেলে অনেক সমস্যা হতো আজ আমাদের যুবকদের প্রতিনিধি মেহেদী হাসান শুভ্রের নেতৃত্বে এই কবরস্থান মডেল কবরস্হানের রুপান্তরিত হতে যাচ্ছে আমরা গ্রামবাসি যুবকদের দোয় করি ।এবং মাটি ভরাট ও বাউন্ডারি নির্মাণ তৈরি হওয়ায় আমরা অনেক খুশি।