চুয়াডাঙ্গায় হতদরিদ্র মানুষের বিনামূল্যে গাভী বিতরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
পল্লী উন্নয়ন সংস্থা পাস এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় হতদরিদ্র মানুষের গবাদি পশু পালন প্রশিক্ষণ ও বিনামুল্যে গাভী বিতরন করা হয়।
অদ্য ২১ জুলাই ২০২৫ ইং বিকাল ৪.০০ ঘটিকায় সময় সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র মানুষের মাঝে গাভী বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভ্যাটেনারী ডাক্তার মনিরুল হাসান।
উক্ত গাভী বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভ্যাটেনারী ডাক্তার মনিরুল হাসান। ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রায়হান উদ্দিন, জিয়াউর রহমান জিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন সংস্থা পাস এর নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াস হোসেন। ১০ জন হতদরিদ্র মানুষের মাঝে মাঝে বিনামূল্যে গাভী বিতরন করা হয়।