
মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব দৌলতপুর উপজেলা শাখার, উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মোঃ মিজান স্টাফ রিপোটার
দৌলতপুর কুষ্টিয়া
মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলার পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে, আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল,গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পাইরা ওড়ানো,আলোচনা সভা, বিজয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানো হয়।